www.durbinnews.com::জানি এবং জানাই

ঢাকায় অপূর্ব মসজিদ দূরবীন ডেস্ক    ১২ মে ২০১৯, রবিবার, ২:৫৭   আলোচিত ছবি বিভাগ


ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বায়তুর রউফ মসজিদ। অপূর্ব সুন্দর এই মসজিদের স্থপতি মেরিনা তাবাসসুম।  মসজিদটিতে বায়ু ও আলো চলাচলের চমৎকার ব্যবস্থা রয়েছে। ভেতরে তাপ বা শীত কোনটাই বেশি অনুভূত হয় না।  এ মসজিদে পরিচিত মিনার নেই। চতুর্দিকে আটটি পিলারের ওপর এটি তৈরি।  ১৩ ডিগ্রি কোনাকুনি করা একটি থাম। সুলতানি আমলের মসজিদের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এ মসজিদ।

All rights reserved www.durbinnews.com